ভারতের স্বাধীনতা সংগ্রাম (১৮৮৫-১৯১৯)

Show Important Question


1) ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন —এ কথা কে বলেছিলেন?
A) মহম্মদ আলি জিন্না
B) রহমত আলি
C) মহম্মদ ইকবাল
D) ফজলুল হক

2) Jallianwala Bagh Massacre took place in the city of / জালিয়ানওয়ালাবাগ কোন্ শহরে অবস্থিত?
A) Jalandhar/ জলন্ধর
B) Amritsar/ অমৃতসর
C) Hyderabad/ হায়দ্রাবাদ
D) Ludhiana/ লুধিয়ানা

3) The first Partition of Bengal took place in / প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল?
A) 1885/ 1885
B) 1903/ 1903
C) 1905/ 1905
D) 1908/ 1908

4) ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলার কোথায় ছিল?
A) ফোর্ট সেন্ট ডেভিড
B) ফোর্ট উইলিয়াম
C) ফোর্ট সেন্ট জর্জ
D) এদের কোনোটিই নয়

5) At which place Gandhiji had the first experience of mass-movement in India ? / গান্ধীজীর ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল?
A) Bardoli/ বরদৌলি
B) Dandi/ ডান্ডি
C) Chauri Chaura/ চৌরি চৌরা
D) Champaran/ চম্পারণ

6) দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল?
A) লক্ষ্ণৌ
B) বোম্বে
C) কলকাতা
D) পাটনা

7) বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা কোন সালে হয় ?
A) 1912
B) 1913
C) 1914
D) 1915

8) 1919 সালে মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের উদ্দেশ্য কী ছিল?
A) দ্বৈতশাসন
B) প্রাদেশিক স্বয়ংক্রিয়তা
C) রাজ্যপালের ভিটো দানের ক্ষমতা
D) পৃথক সম্প্রদায়গত নির্বাচকমণ্ডলী

9) The Rowlatt Act was passed in the year / রাওলাট আইন পাশ হয় কত সালে—
A) 1931/ ১৯৩১
B) 1919/ ১৯১৯
C) 1920/ ১৯২০
D) 1918/ ১৯১৮

10) ভারতে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম আন্দোলন হল
A) খিলাফত আন্দোলন
B) স্বদেশী আন্দোলন
C) ভারতছাড় আন্দোলন
D) অসহযোগ আন্দোলন

11) গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন যে স্থানে হয়েছিল, সেটি হল:
A) চম্পারণ, বিহার
B) খেরা, গুজরাট
C) মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
D) নাগপুর, মহারাষ্ট্র

12) 1905 সালের বঙ্গভঙ্গের উদ্দ্যেশ কি ছিল ?
A) বাঙালী হিন্দুদের প্রভাব কমানো
B) মুসলীম লীগের দাবী ছিল বঙ্গভঙ্গ
C) বাংলার মানুষ ইটা চেয়েছিলেন
D) কোনোটাই নয়

13) মহাত্মা গান্ধী 1915 সালের কত তারিখে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারত আসেন?
A) ৪-ই জানুয়ারী
B) 9-ই জানুয়ারী
C) 12-ই জানুয়ারী
D) 31-শে জানুয়ারী

14) বয়কট ও স্বদেশী আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল?
A) কৃষকদের যোগদান
B) নারীদের যোগদান
C) পুলিশী উদাসীনতা
D) জমিদারদের সহযোগিতা

15) When was the Lucknow Pact signed? / লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
A) 1916/ 1916
B) 1914/ 1914
C) 1908/ 1908
D) 1920/ 1920

16) কে বঙ্গভঙ্গের পরিকল্পনা পেশ করেন ?
A) অ্যান্ড্রু ফ্রেজার
B) উইলিয়াম কিং
C) ডেভিড লিভিংস্টোন
D) অ্যান্ড্রু সাইমন্ড

17) In which year the capital of India was shifted from Calcutta to Delhi ? / ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
A) 1905/ ১৯০৫
B) 1909/ ১৯০৯
C) 1911/ ১৯১১
D) 1914/ ১৯১৪

18) Partition of Bengal was withdrawn in / বঙ্গভঙ্গ কবে রদ হয়?
A) 1905/ ১৯০৫
B) 1906/ ১৯০৬
C) 1911/ ১৯১১
D) 1909/ ১৯০৯

19) When did Tilak initiate a no-tax campaign? / কোন্ সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন?
A) 1896/ 1896
B) 1898/ 1898
C) 1895/ 1895
D) 1899/ 1899

20) কোন্ ঘটনাকে উপলক্ষ্য করে স্বদেশি ও বয়কট আন্দোলনের সূচনা হয়?
A) বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, 1905
B) অযোধ্যার অন্তর্ভুক্তি, 1856
C) রানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, 1858
D) নীল বিদ্রোহ, 1859-60